বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

তাড়াশ পৌরমেয়রের দায়িত্ব গ্রহণ 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

তাড়াশ পৌরমেয়রের দায়িত্ব গ্রহণ 

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার নব নির্বাচিত পৌরমেয়র মো. আব্দুর রাজ্জাক দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার (২২ আগস্ট) তাড়াশ উপজেলা পরিষদের পৌরসভা অফিসে প্রথম পৌরমেয়র হিসেবে অভিষেক অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর করেন তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার ও পৌর প্রশাসক মো. মেজবাউল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা আ.লীগের সহ-সভাপতি হোসনেআরা পারভীন লাভলী, সাধারণ সম্পাদক বাবু সঞ্জিত কর্মকার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম প্রমুখ।

নব নির্বাচিত পৌরমেয়র মো. আব্দুর রাজ্জাক প্রথমে তার বাবা ও মা এর কবর জিয়ারত করে দায়িত গ্রহণ করার পরে বলেন, তাড়াশ পৌরসভাকে আদর্শ-আধুনিক ও ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য সকলের দোয়া চেয়েছেন। তাকে মেয়র নির্বাচিত করার জন্য তিনি সকল পৌরবাসীকে ধন্যবাদ জানান।

টিএইচ